সর্বশেষ:-
মৌলভীবাজার সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ডে ২জনের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) বছর বয়সী বৃদ্ধা শ্বাসরোধ হয়ে দুই জনেরই দগ্ধ হয়ে মৃত্যু হয়।
শনিবার (৭ই ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের কালো ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন অগ্নি নির্বাপক কর্মীরা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ