রাজধানী দামেস্ক ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ
- আপডেট সময়- ০৫:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করছে বিদ্রোহীরা। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বিদ্রোহীরা জানিয়েছে, আমাদের সেনারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। বিবিসির লাইভ প্রতিবেদনেও বলা হয়েছে, শহরটিতে গুলির শব্দ শোনা যাচ্ছে।
এদিকে দুইটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়েছেন। তবে তিনি ঠিক কোথায় গেছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন, রোববার (৮ ডিসেম্বর) আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন। তবে তার গন্তব্য জানা যায়নি বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দামেস্কের প্রধান স্কয়ারে হাজার হাজার লোক গাড়িতে এবং পায়ে হেঁটে এসেছেন। তারা হাত নাড়ছেন এবং মুক্তি মুক্তি বলে স্লোগান দিচ্ছেন।
বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত ও তাদের শিকল ভাঙ্গার এবং সেদনায়া কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণা করার সংবাদ উদযাপন করছি।
রয়টার্স বলছে, দামেস্কের উপকণ্ঠে সেদনায়া একটি বিশাল সামরিক কারাগার। সেখানে সিরিয়ান সরকার হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে।
গতকাল দামেস্কে প্রবেশের কয়েক ঘণ্টা আগে বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহর হোমস পুরোপুরি নিয়ন্ত্রণের কথা জানান। সেইসময়েই স্পষ্ট হয়ে উঠে, আসাদের ২৪ বছরের শাসন হুমকির মুখে।
দুইজন বাসিন্দা রোববার বলেছেন, তারা দামেস্কের কেন্দ্রে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলেন।
রাশিয়া এবং ইরান বাশার আল-আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল। বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ