উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
- আপডেট সময়- ০৭:১৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
রাজধানীর উত্তরায় একট রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন নামক একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।পরবর্তীতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলীন নামক একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।তদন্তের পরে পুরো ঘটনা বিষয় জানা যাবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ