নারায়ণগঞ্জে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, চারটি দোকান ভস্মীভূত
- আপডেট সময়- ০৪:৩০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের নন্দলালপুরের একটি মার্কেটের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে মার্কেটের মুদি, সেলুন ও লেপতোশকের দোকানসহ কমপক্ষে চারটি দোকান পুরোপুরি পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের ১টি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টিসহ মোট দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে দ্রুততম সময়ে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভয়াবহ আগুনে ১টি হেয়ার ড্রেসিং সেলুন, ভাই-বোন বোডিং স্টোর নামের লেপতোশকের দোকান এবং মেসার্স নিহাব এন্টারপ্রাইজের নামের একটি মুদি দোকানসহ মোট চারটি দোকান পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটে থাকা লেপতোশকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলেই। মুহূর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী কয়েকটি দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ