সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, টঙ্গীবাড়ী, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মুন্সিগঞ্জ
টংঙ্গীবাড়ী জেবি হাই স্কুলের মালামাল লুটের অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায়পুরা জেবি হাই স্কুলের মালামাল ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার সকালে পরিত্যাক্ত স্কুলটির মালামাল কতিপয় ব্যাক্তি ভেঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থাণীয়রা বাধা দেয়।পরে টংঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে ওই মালামাল স্থাণীয় ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে।স্থানীয় ভাবে জানাগেছে উপজেলার উত্তর রায়পুরা জেবি হাইস্কুলটি জাপান বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ৩০ বছর পূর্বে নির্মিত হয়।পরে ২০১৩ সালে উক্ত স্কুলের কার্যক্রম বন্ধ হওয়ার পরে স্কুলটি পরিত্যাক্ত অবস্থায় পরে ছিলো।বুধবার(৪ ডিসেম্বর)সকাল ৯ টার দিকে উত্তর রায়পুরা গ্রামের মৃত রফিকুউল্লাহ বেপারীর ছেলে তপন বেপারী,শামছুল আলম বেপারী,নুর নবী বেপারী ৩ ভাই মিলে উক্ত স্কুলের লোহার এঙ্গেল খুলে বিক্রি করতে চাইলে স্থানীয় লোক জন বাধা দেয়।এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিারকে বিষয়টি অবহিত করলে ইউএনও শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে পাঠায়।শিক্ষা অফিসার বেতকা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীকে ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করতে বললে তিনি স্থাণীয় ইউপি সদস্যকে নিয়ে উক্ত মালামাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।বেতকা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইমরান হোসেন জানান,আমি উপজেলা শিক্ষা অফিসারে কথা অনুযায়ী পরিষদের মেম্বারদেরকে নিয়ে মালামাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্বায় রেখেছি।এ ব্যপারে টংঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন,ওই এলাকায় একটি হাই স্কুল ছিল। এটা আমাদের লিষ্টে নাই।অনেকদিন যাবৎ স্কুলটি বন্ধ।পরিত্যাক্ত স্কুলটি পরে ছিল।ওই এলাকার কিছু লোক স্কুলটি ভেঙ্গে নিয়ে যাচ্ছিল।আমাদের বিষয়টি অবহিত করা হলে আমি শিক্ষা অফিসারকে পাঠিয়ে মালামাল গুলি ইউপি সদস্যর জিম্মায় রাখতে বলেছি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















































































































































