সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, গজারিয়া, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুমহালে অভিযানে আটক-৫
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
গভীর রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অবৈধ বালুমহালে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।এ সময় ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার,একটি বাল্কহেড ও দুটি স্পিডবোট জব্দ করা হয়।এ ছাড়াও অভিযানে চারটি ককটেল, ১৫টি পটকাও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে সরকার অনুমোদিত বালুমহাল না থাকলেও রাতের আঁধারে বালু উত্তোলন করতো একটি চক্র।বেশ কয়েকবার সেখানে অভিযান চালালেও চক্রটির তৎপরতা বন্ধ করা যায়নি।সর্বশেষ রবিবার রাত ৮টা থেকে চক্রটি একাধিক ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে,এমন খবরে মধ্যরাতে সেখানে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মামন শরীফের নেতৃত্বে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।অভিযানে অবৈধ বালুমহাল থেকে পাঁচজনকে আটক করা হয়।পাশাপাশি দুটি ড্রেজার,একটি বাল্কহেড, দুটি স্পিডবোট জব্দ করা হয়।এ সময় একটি নৌযান থেকে চারটি তাঁজা ককটেল,১৫টি পটকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।আটককৃত পাঁচজনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকালে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামন শরীফ বলেন,সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এই অভিযান।রবিবার গভীর রাতে পরিচালিত অভিযানে আমরা পাঁচজনকে আটক করেছি।তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।অবৈধ বালুমহাল পরিচালনার কাজে ব্যবহৃত কয়েকটি নৌযান জব্দ করা হয়েছে।ঘটনাস্থল থেকে আমরা ৪টি তাঁজা ককটেল,১৫টি ফটকাও উদ্ধার করেছি। অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন,অবৈধ বালুমহালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ