সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভালুকা, ময়মনসিংহ
ভালুকায় বসতবাড়িতে হামলা ভাংচুর
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
বাচ্চা কোলে নিয়ে পিতার আহাজারি..!
লিমা আক্তার ময়মনসিংহ।।
মাছুম বাচ্চা কোলে নিয়ে অসহায় পিতার আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
শিশু সন্তান কে নিয়ে ঘুমাবে কোথায় বার বার এমনি প্রশ্ন নিয়ে প্রতিবেদককে বলেন ঘরবাড়ি ভাংচুর করে দিয়েছে প্রতিপক্ষরা দিন আনে দিন খায় কিভাবে বাড়ি বানাবে পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিয়েছে জেঠাত ভাইয়েরা কথাগুলো বলেছেন সর্বস্ব হারানো অসহায় পিতা আনোয়ার ইসলাম।
ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর করে দিয়েছে প্রতিপক্ষরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুড়ুরা গ্রামের রফিকুল ইসলামের সাথে তারই জেঠাত ভাই সোহেল ও রোবেলের জমি ও পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে নামধারী বিএনপির সোহেল ও রোবেলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা ও ভাংচুর শুরু করে।
এ বিষয়ে রফিকুল ইসলাম ও তার ভাই আনোয়ার প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে সোহেল ও রোবেলসহ মোট চারজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে বসতবাড়ি ভাংচুর করার পর শিশু সন্তান সহ পরিবার নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন রফিকুল ইসলামের ভাই আনোয়ার ইসলাম।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ