সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, গাজীপুর, জাতীয়, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, ভালুকা, ময়মনসিংহ
স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হলেন জাবি অধ্যাপক ভালুকার কৃত্তি সন্তান
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৪১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
লিমা আক্তার,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃত্তি সন্তান জাবি অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর তোফায়েল আহমেদ কে কমিশন প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট সংস্কার কমিশন রাষ্ট্রপতির আদেশ ক্রমে ১৮ নভেম্বর মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ একটি গেজেট প্রকাশ করেন। ড. মো. তারিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে ৮ বছর জাতিসংঘের তথা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। রোহিঙ্গা ইস্যু, মানবাধিকার উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা সহ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাষ্ট্রে নিয়োজিত ছিলেন। ড. তারিকুল ইসলাম ২০১৮ সালে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে লন্ডনের ক্রেমভিজ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে যোগদান করেন। তাছাড়া তরুন এই স্কলার নেপালে সেরা লেখকের সম্মাননা এবং নেপাল ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে ল্যাকচারার হিসেবে নিযুক্ত হন। সর্বশেষ ২০২৪ সালে বিশ্বখ্যাত আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। অতঃপর আবার গত মাসে আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পররাষ্ট্র নীতি শীর্ষক ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দেন। সর্বশেষ তিনি অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য নির্বাচিত হলেন। সংস্কার কমিশনের সদস্য নির্বাচিত হওয়ায় ভালুকার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া নিজ গ্রাম মাহমুদপুরের মানুষ খুশি হয়ে এলাকায় মিষ্টি বিতরন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ড. মো. তারিকুল ইসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামে ১৯৮২ সালে মরহুম হাজী আফাজ উদ্দিন সরকার ও আনোয়ারা বেগম দম্পত্তির ঘরে জন্মগ্রহন করেন। ড. মো. তারিকুল ইসলাম নিজস্ব অর্থায়নে নিজ গ্রাম মাহমুদপুরে আনোয়ার আফাজ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ








































































































































