সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভালুকা, ময়মনসিংহ, রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
লিমা আক্তার,ময়মনসিংহ।।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে খুনী হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে ভালুকা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ শে নভেম্বর) বিকালে ভালুকা পৌরশহরের জ্ঞানীর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদিক্ষণ শেষে হাইস্কুলের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকান্ডে খুনি হাসিনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ আরো কঠোর হতে বাধ্য হবে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ