সীমান্তে উত্তেজনা: ঢাকায় কড়া প্রতিবাদের ৪ দিনের মাথায় ফের হত্যা

- আপডেট সময়- ০৪:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কিশোরী স্বর্না নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ জানানোর চারদিনের মাথায় ফের সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে।
এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সি বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।গত ১ সেপ্টেম্বর ভারতীয় বিএসএফের গুলিতে সে নিহত হয়।
এই ঘটনার রেস কাটতে না কাটতেই সোমবার (৯ সেপ্টেম্বর) আবারও ভারতীয় সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে।
এবার বিএসএফের গুলিতে নিহত হয়েছে জয়ন্ত কুমার সিংহ (জাম্বু) (১৫) নামের এক কিশোর।এছাড়াও গুলিবিদ্ধ হয়েছে আরও দুজন।
জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিংহ, তাঁর ছেলে জাম্বু ও দরবারুসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই জাম্বু নামের এক কিশোর মারা যায়।
পরে গুলিবিদ্ধ দবরারু ও মহাদেবকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, বিএসএফের গুলিতে হতাহতের ঘটনা সত্য। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উদ্দেশ্যে করে তিনি বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করুন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ