বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

- আপডেট সময়- ০২:৩৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
পর পর তিনটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি থেমে গেলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রক্রিয়া।
যান্ত্রিক ত্রুটির কারণে গত (সোমবার, ৯ সেপ্টেম্বর) থেকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও পরো বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই নম্বর ইউনিটটি চলতি বছরের শুরু থেকেই অকেজো বা বিকল হয়ে আছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটটিও ওভার হোলিংয়ের কারণে বন্ধ হয়ে পরে আছে । তৃতীয় ইউনিটটি গত ৭ সেপ্টেম্বর চালু হলেও দু’দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বন্ধ হয়ে গেলে পুরো বিদ্যুৎকেন্দ্রই বন্ধ হয়ে যায়।
তবে ওভারহোলিং থাকা এক নম্বর ইউনিটটি দু’একদিনের মধ্যে চালু হলে জাতীয় গ্রিডে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের।
এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লোডশেডিংয়ের কবলে পড়েছে রাজধানী সহ পুরো দিনাজপুর অঞ্চল। যার বিরূপ প্রভাব পড়েছে জনজীবন, ব্যবসা বাণিজ্য ও বিদ্যুৎনির্ভর সেচ ও শিল্প কারখানায়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ