ভালুকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি-অনিয়মের অভিযোগ
- আপডেট সময়- ০৫:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৬২৮ বার পড়া হয়েছে
লিমা আক্তার, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় কাচিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়টির সহকারী শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষকদের সঙ্গে সমন্বয় না করে লেয়াজুর ভিত্তিক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নের নামে শিক্ষকদের টাকা বকেয়া রেখে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা, বিদ্যালয়ের একাউন্ট তহবিল থেকে থেকে ব্যাক্তিগত একাউন্টে ১২০০০০ টাকা গোপনে ট্রান্সফার, সরকারি প্রণোদনা বাবদ ৫০০০০০ টাকা আত্মসাৎ, দুজন দাতা সদস্যদের ব্যাংক থেকে ৪০০০০০ টাকা আত্মসাৎ, সোলার প্যানেল আইপিএস বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ,৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্য, বিদ্যালয়টির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ, এমনকি নিজের এসব আর্থিক দূর্নীতি ও অপকর্ম ঢাকতে বার বার রেজুলেশন বহি পরিবর্তন করেন তিনি। উল্লেখ্য বিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকলেও শিক্ষার মান উন্নয়নে তার মাথা ব্যথা নেই। তৎকালীন সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উল্লেখিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নেওয়ার দাবি শিক্ষার্থী ও সচেতন মহলের। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ওয়াদুদ জানান, আমি কোন অর্থ আত্মসাৎ করিনি সব উন্নয়ন কাজে ব্যায় করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ