সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ফের ৪ দিনের রিমান্ডে
- আপডেট সময়- ০৪:১৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে স্কুলছাত্র ইসমামুল হক (১৬) গুলি করে হত্যার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকাল ৮টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় শেখ সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ













































































































































