সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, নাসিক, সিদ্ধিরগঞ্জ
গনঅধিকার ফেরাতে ছাত্র জনতার আন্দোলন অব্যাহত থাকবে: গিয়াস উদ্দিন
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
মোঃলিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ,(না’গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ ওয়ার্ড বিএনপির উদ্যােগে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় জালকুড়ি স্কুল মাঠে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন। সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ মাজেদুল ইসলাম সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন। জুয়েল প্রধান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। সভাপত্বিত করেন এডভোকেট মাসুদুজ্জামান মন্টু সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি।
এসময় আরো উপস্থিত ছিলেন। মহিউদ্দিন শিকদার সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড বিএনপি। ইসরাফিল প্রধান কাউন্সিলর নাসিক ৯ নং ওয়ার্ড। ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইউব আলী মুন্সী ও রওশন চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতাকর্মীসহ সাধারণ জনগন।
বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে বলেন বিগত ১৬ বছর দেশে স্বৈরশাসকের হাতে জিম্মি ছিল বাংলাদেশের সাধারণ মানুষ বিচারব্যবস্থাকে স্বৈরশাসকরা তাদের আওতায় রেখে অসংখ্য মানুষকে মিথ্যা মামলার শিকার বানিয়েছে করেছে অসংখ্য নিরীহ মানুষকে গুম খোন এই ছাত্রজনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন ঘটেছে এখন দেশের সকলে একত্রিত হয়ে দেশকে বিশ্বের বুকে শান্তিময় দেশে পরিনত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেন। শৈরোশাসক আওয়ামিলীগ সরকার দেশ টাকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ টাকে ধ্বংস করে দিয়েছে। তাই প্রতিটি এলকা থেকে তাদের খুঁজে বের করে আইনের আওত আনতে হবে। তাদের তোষর শামীম ওসমান খেলা হবে বলে বোরখা পরে বাংলাদেশ থেকে পালিয়েছে।
বাংলাদেশের মানুষ শৈরোশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ এখন তাদের জীবন জীবিকায় স্বস্তি খুঁজে পেয়েছে ছাত্রজনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তাদের রক্তের সন্মান জানিয়ে দেশ গড়ার জন্য সবাইকে একত্রিত হয়ে হয়ে সকল অপরাধ কর্মকাণ্ড চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। গণধিকার ও জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনতে ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ