সর্বশেষ:-
দৌলতপুরে পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে সাগর (২৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ, নৌ পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মারচরের লোকনাথপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং সে রাজমিস্ত্রির কাজ করতো। রবিবার সন্ধ্যায় ডুঙ্গায় চড়েপদ্মা নদী পার হওয়ার সময় অসাবধানবশত ডুঙ্গা নৌকা উল্টে নদীতে পড়লে সে ডুবে যায়।
সোমবার সন্ধ্যায় তার লাশ ভেসে উঠে। পদ্মা নদীতে লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পদ্মা নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে নৌপুলিশও রয়েছে। সাঁতার না জানার কারণে সম্ভবত সে ডুঙ্গা নৌকা উল্টে নদীতে ডুবে মারা যেতে পারে এমনটি ধারণা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






























































































































































