সেনাপ্রধানের দায়িত্ব থেকে শফিউদ্দিনকে অবসর দিলো সরকার

- আপডেট সময়- ০৩:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসর দিয়েছে সরকার। এছাড়া পরবর্তী নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থানে স্থলাভিষিক্ত হবেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেনারেল এস এম শফিউদ্দিনকে অবসর দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপসচিব নাহিদা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিয়োগের মেয়াদ আগামী ২৩ জুন অপরাহ্নে পূর্ণ হবে। বিধায় প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে ওই তারিখ অপরাহ্ন থেকে বাকী ছুটি পাওনা সাপেক্ষে তার অনুকূলে এক বছর অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) মঞ্জুর এবং ছুটি শেষে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানসহ তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২১ সালের ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞানে জারি করা আদেশে, জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তিন বছর মেয়াদে এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাপ্রধানের দায়িত্বভার দিয়েছিল সরকার।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ