না’গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময়- ০৮:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মূখর পরিবেশনায় নারায়ণগঞ্জে গ্লোবাল টেলিভিশনে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।
রবিবার (৩০ জুন) বিকেলে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মনিরুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
এসময় তিনি কেক কেটে তৃতীয় বর্ষে পদার্পনে সফলতা কামনা করে । এসময় সংক্ষিপ্ত প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষে পদার্পনে উওরোওর সফল্য কামনা করছি, পাশা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষা করে গ্লোবাল টেলিভিশন আরো অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক সমকালীন কাগজের সম্পাদক ও প্রকাশক, দৈনিক মানবকন্ঠ ও ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধার সন্তান,মোহাম্মদ সাইমুন ইসলাম সহ একঝাক তরুণ বুদ্ধিদীপ্ত রণকৌশলী সাংবাদিক, মোঃ সূর্য আহমেদ মিঠুন, মো: সোহেল মিয়া(দেশ রূপান্তর) রিপন মাহমুদ আকাশ(নয়া দিগন্ত) মোঃ সানাউল্লাহ মুন্সি, মোঃ মাসুম আহম্মেদ, মো:এইচ এম রাসেল, মো: হাসান, রাশেদুল কবির অনু(সময়ের আলো) মো. ফারুক আহমেদ(এশিয়ান টিভি), সৈকত ও সোহেল সহ আরও অনেকে।
এ সময় তারা গ্লোবাল টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ সহ সকল শুভাকাঙ্ক্ষী ও কলাকৌশলীদের অভিনন্দন সহ শুভকামনা জানান, পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশন করে এগিয়ে যাবে আগামীর পথচলায় এই প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ