সর্বশেষ:-
নকলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

লিমন আহম্মেদ,শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
শনিবার (১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন , আর এমও ডাঃ হাসান,ডাঃ ওয়ালিউল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট আবু কাওসার বিদ্যুৎ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, সদস্য হাসান মিয়া, লিমন আহম্মেদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। ৬ মাসের কম বয়সি, ৫ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে বলে জানান ডাঃ গোলাম মোস্তফা। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে শিশুদের নিয়ে উপস্থিত ছিলেন অবিভাবকরা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ