না’গঞ্জে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামী প্রতারক গাজী শহিদুল শ্রীঘরে
- আপডেট সময়- ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৩৬৬ বার পড়া হয়েছে
প্রতারণার অপকৌশলে অর্থ আত্মসাৎ!
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক বানিজ্যিক এলাকা। সেই সুবাদে এ এলাকার বিভিন্ন ব্যবসায়ীর সাথে নানান ধরনের কলাকৌশলের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বিজ্ঞ আদালতে জামিন চাইতে গিয়ে গ্রেফতার হয়েছেন গোগনগর ইউনিয়নের গোপচরের মসিনবন্দের বাসিন্দা গাজী কামাল হোসেনের পুত্র গাজী শহিদুল ইসলাম জীবন (৩৫)।
গত বুধবার বেলা ১টার দিকে বিজ্ঞ আদালতে জামিন আনতে গেলে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নিতাইগঞ্জের আনান হোসেনের করা একটি চেক ডিজঅনার ও প্রতারণা মামলায় নারায়াণগঞ্জ জেলার বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, প্রতারক গাজী শহিদুল ইসলাম জীবনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক চেক ডিজঅনার সহ প্রতারণা মামলা রয়েছে।
এর আগে ২০২১ সালে সদর থানায় দায়ের করা একটি মামলায় এক বছরের সাজা সহ অর্থদন্ড জরিমানা করে গ্রেফতারী (ওয়ারেন্ট) পরোয়ানা জারী হয়।
সূত্রে আরও জানা গেছে, প্রতারক গাজী শহিদুল ইসলাম জীবন নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে প্রতারণা প্রতারণার ফাঁদে ফেলে নানান সময় বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করে পালিয়ে আসছিলো।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ