অবশেষে ভারী বর্ষণে নগরজীবনে স্বস্তি
- আপডেট সময়- ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
দেশে গত কয়েকদিন যাবৎ তীব্র গরম ও দাবদাহে অতিষ্ঠ রাজধানী ঢাকা সহ সারাদেশের জনজীবনে।স্বস্তির বৃষ্টির জন্য তাই অপেক্ষাটাও ছিলো দীর্ঘ থেকে দীর্ঘতর । অবশেষে সে অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। অপেক্ষার পালা ফুরালেও গতকালের বৃষ্টি জনজীবনে সেভাবে শান্তির স্বস্তি ফেরাতে পারেনি। বৃষ্টিতে তাপমাত্রা হালকা পরিমানে কিছুটা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম আর তীব্র তাপমাত্রায় অতিষ্ট ছিল রাজধানীসহ দেশবাসী।
তবে স্বস্তি পেতে নগরবাসীকে খুব বেশি অপেক্ষার প্রহর গুনতে হয়নি। শুক্রবার(৯জুন) দিনের প্রথমভাগেই রাজধানী প্রায় কয়েকটি জেলায় ঝরেছে ভারী বৃষ্টি। এর ফলে তাপমাত্রা যেমন কমেছে, তেমনি স্বস্তি ফিরেছে নগরজীবনে প্রতিটি মানুষের কাছে।
শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা সহ কালো মেঘাচ্ছন্ন ছিল। সকাল পৌনে ১০টার দিকে ঝড়ঝরা এক পসলা বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। তবে কিছুক্ষণ পরই সেই বৃষ্টি টিপটিপ থেমে গেলেও বেলা ১১টা নাগাদ শুরু হয় তুমুল ঝুম বৃষ্টি।
এদিকে ঢাকা ছাড়াও দেশের বাকি ৮ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ