ভারতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- আপডেট সময়- ০১:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
উড়িশ্যায় ট্রেন দুর্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এটি ভারতের সবচেয়ে মর্মান্তিক ও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। উড়িশ্যা রাজ্যের বালাসোরে স্থানীয় সময় গতকাল সন্ধ্যে সাতটার দিকে মোট তিনটি ট্রেন দুর্ঘটনায় পড়ে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
ভারতের রেল বিভাগ জানায়, প্রথমে করমন্ডল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার নিকটবর্তী শালিমার থেকে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই যাচ্ছিল। সেটির কয়েকটি বগি লাইনচ্যূত হয় এবং পাশের লাইনে থাকা আরেকটি দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন সেগুলোকে আঘাত করে। দ্বিতীয় ট্রেনটি বেঙ্গালুরু থেকে হাওড়া যাচ্ছিল।
এরপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের সাথেও যাত্রীবাহী ট্রেনগুলোর ধাক্কা লাগে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক টুইট বার্তায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ