এশিয়ার শীর্ষ ১’শ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশী দুই নারী সেঁজুতি-গাওসিয়া
- আপডেট সময়- ০৯:২০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
সেঁজুতি সাহা (ডানে) ও গাওসিয়া চৌধুরী
ডেস্ক রিপোর্ট।।
এশিয়ার সেরা ১শত বিজ্ঞানীদের সেরা তালিকা প্রকাশ করেছে সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট। এবারের সেরা ১০০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশী নারী বিজ্ঞানী।
সেরা ১ শত তালিকায় স্থান পাওয়া দুই বাংলাদেশি নারী বিজ্ঞানী হলেন,বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক ও নারী বিজ্ঞানী সেঁজুতি সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী।
এর আগে ২০১৬ সাল থেকে গবেষণায় অনবদ্য অবদান রাখা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করে আসছে এশিয়ান সায়েন্টিস্ট। এবার অষ্টমবারের মতো এ তালিকা প্রকাশ করল প্রতিষ্ঠানটি।
সেঁজুতি সাহা বাংলাদেশের অন্যতম একজন খ্যাতিমান নারী বিজ্ঞানী। চিকুনগুনিয়া ভাইরাস জনিত একটি রোগ, যে ভাইরাসের মাধ্যমে জ্বর হয়। শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস মস্তিষ্কে আক্রমণ করে মারাত্মক ক্ষতির সাধন করে থাকে। এই কোনোরূপ তথ্যের প্রমাণ ছিল না আগে। সেঁজুতি সাহার দলের সদস্যরা তা প্রমাণ করে রোগটির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অপরদিকে গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ২০২২ সালে ওডব্লিওএসডি-এলজাইভার ফাউন্ডেশন পুরস্কার পেয়েছিলেন। দেশের জলপথে প্লাস্টিক দূষণের ঝুঁকি নিয়ে কাজ করছেন তিনি।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ