নারায়ণগঞ্জে নতুন ডিসি তৌফিকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার
- আপডেট সময়- ০৬:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি) হিসেবে মো. তৌফিকুর রহমানকে সরকার নিয়োগ দিয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বর্তমানে দায়িত্বে থাকা ডিসি মুহাম্মদ মাহমুদুল হক, গত দেড় বছর ধরে সফলতার সাথে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে জেলার দায়িত্ব পালন করেছেন। মাহমুদুল হক গত বছরের ১০ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়নের পর ২৭ জুলাই দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে নতুন দায়িত্ব পাওয়া মো. তৌফিকুর রহমান অর্থ-বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এরও আগে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৌফিকুর রহমান নড়াইল জেলার একজন বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ