সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
জুলাইয়ের আন্দোলনে চোখ হারানো পটুয়াখালীর সেই সাইদুল পেলেন রিকশা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি।।
জুলাইয়ের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির স্প্লিন্টারে চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করা পটুয়াখালীর দশমিনার সেই যুবক মো. সাইদুল ইসলাম ব্যাটারিচালিত রিকশা উপহার পেয়েছেন। আন্দোলনে চোখ হারানোর পর সাইদুলকে তালাক দিয়ে চলে যান তার স্ত্রী।
সাইদুল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মোঃ মৃধার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়। আন্দোলনে আহত মানবেতর জীবনযাপন করা সাইদুলকে তার খারাপ মুহূর্তে স্ত্রী পান্না আক্তার তাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে চলে যান।
সাইদুল ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে সামিল হন তিনি। ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থানের সময় চোখে ও শরীরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক স্প্লিন্টার বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। নষ্ট হয়ে যায় তার বাম চোখ। গ্রামে ফিরে অভাব-অনটন পিছু না ছাড়া এই যুবককে নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ঢাকার কয়েকজন হৃদয়বান সংবাদ পাঠক সাইদুলকে জীবিকা নির্বাহ করার জন্য একটি ব্যাটারিচালিত রিকশা দেওয়ার সিদ্ধান্ত নেন।
সোমবার (২৩ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের মাধ্যমে সাইদুলকে নতুন একটি রিকশা বুঝিয়ে দেওয়া হয়। নতুন রিকশা পাওয়ার পর মো. সাইদুল ইসলাম বলেন যারা আমাকে নতুন রিকশা দিয়ে জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে যেসব সাংবাদিক তার জন্য লিখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ