না’গঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচ সদস্য আটক, ৬টি গাড়ি উদ্ধার
- আপডেট সময়- ০৫:৩৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া একটি নোয়া KR-42 মাইক্রোবাস, ২টি সিএনজি ও ৩টি মোটরসাইকেল।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদ ও একাধিক অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তারসহ চুরি হওয়া সাতটি গাড়ি উদ্ধারসহ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরীফুল ইসলাম।
ওসি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় মনির মিয়ার গ্যারেজের পাশে চোরাই গাড়ি কেনাবেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতেই ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানিক টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল এবং একটি সিএনজিসহ আটক করা হয় আতাউর, সুমন মন্ডল ও রাজিব হোসেন নামে তিন সক্রিয় চোর চক্রের সদস্যকে।
ওসি আরও জানান, পরবর্তীতে তাদের দেয়া তথ্য ও স্বীকারোক্তি মতে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়াফি ও বাবু নামে এই চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া একটি নোয়া kr-42 মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।
জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা যানবাহন চোর চক্রের পেশাদার সক্রিয় সদস্য বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে।জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ