সর্বশেষ:-
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শাসন ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই স্বাধীন বাংলাদেশের মাটিতে কোন অন্যায় অবিচার দেখলে তা প্রতিরোধ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুলের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন মোঃ আকুল উদ্দিন, কুষ্টিয়া-৩(সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ