সাতক্ষীরায় পুলিশের অভিযানে জাল টাকাসহ মেশিন জব্দ: আটক-২
- আপডেট সময়- ০৬:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ২৪,৫০০( চব্বিশ হাজার পাঁচশত) জাল নোটের টাকা ও জাল টাকা তৈরির মেশিন সহ নিয়মিত মামলায় ০২ জন আসামী গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ সামসুল আরেফিন এর যোগ্য নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ ইং- ০৬/১২/২০২৪ তারিখ রাত্র অনুমানিক রাত সাড়ে ১২টার সময় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরীর মেশিন সহ আসামীদের আটক করে।আসামিরা কলারোয়ার ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩০), ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসেন(২৭) কে গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়কে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ