সর্বশেষ:-
সিলেটে-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:১৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
সিলেটের নজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (৭ জুন) ভোর ৬টার দিকে সিলেটের নাজিরবাজার বাজারের কাছে এ দূর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের কারোই নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, প্রায় ২৫/৩০ জন শ্রমিক বহনকারী পার্শ্ববর্তী ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপভ্যান। ভোর ৬টার দিকে নাজিরবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা ১২ জন শ্রমিক নিহত হন।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা গণমাধ্যমকে জানান, একটি বড় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ