নারায়ণগঞ্জে দূর্ধর্ষ ডাকাতি: নগদ অর্থসহ স্বর্ণালংকার লুন্ঠন
- আপডেট সময়- ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
ফতুল্লা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ গাবতলা এলাকায় রেজাউল করিম মালা নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মুখোশ পরিহিত একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ব্যবসায়ির ছেলে ও পুত্রবধূর হাত-পা বেঁধে এলোপাথাড়ি মারধর করে।
এ সময় তাদের হাতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদঅর্থ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
বুধবার (২৭ নভেম্বর) ভোররাত আনুমানিক চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম মালা ঢাকা টেক্সটাইলের কর্ণধার,
তিনি বলেন, ভোর রাতে তার নিজস্ব দোতলা বাড়ির পিছনের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে। ডাকাতদের একজনের হাতে পিস্তলসহ অন্যদের হাতে ধারালো অস্ত্র ছিল। এছাড়াও ঘরের বাহিরেও ডাকাত দলের কিছু সদস্য অবস্থান করছিলো। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা হাতে ধাড়ালো অস্ত্র ছিল। ডাকাতরা ঘরে ডুকে প্রথমে আমার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। তখন তারা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতরা একযোগে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করে।
এরপর ডাকাতরা আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা থাকা ও আঙ্গুল থেকে অলংকার এবং আলমারী থেকে আরও স্বর্ণালংকারসহ মোট ৪০ ভরির বেশি স্বর্ণালংকার লুটে নেয়।
এরপর বাড়ির নিচের তলায় নেমে আলমারি ভেঙ্গে নগদ ৭ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় তারা দুটি ফাঁকা গুলিবর্ষন করে।
এরপরর্তীতে আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভির ফুটেজও উদ্ধার করা হয়েছে। ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তার সহ ডাকাতির মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ