সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কুলাউড়া, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজারে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় ১কোটি টাকার সরকারি জমি দখল করে দেয়াল নির্মাণ করেছিলেন মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (২৬শে নভেম্বর) আদালতের রায়ের পর বিকেলে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এর উপস্থিতিতে অবৈধ সেই দেয়াল ভেঙ্গে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন।
এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙ্গে ৩৩ শতক প্রায় আনুমানিক মূল্য ১ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।
এ সময় কুলাউড়া থানা পুলিশ এএসআই ইমদাদ সহ ও জয়চণ্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ