ভূয়া-মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময়- ০৬:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। তবে যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে অতি শিগ্রই বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রোববার(২৪ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। ভুয়া মামলা মিথ্যা মামলা যেন না হয়, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।
তিনি বলেন, ‘যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে পদক্ষেপ নেব। তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের আইনি ব্যবস্থা নেব। এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে, তারা যেন কোনো অবস্থায় হ্যারাজ না হয়, এজন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয় ওই কমিটির মাধ্যমে তারা যাবে, ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিয়েছি, এখনো ফাইনাল হয়নি। হয়তো প্রত্যেক জেলায় ডিসি থাকবে, এসবি থাকবে,হয়তো একজন লিগ্যাল অফিসার থাকবে, তারা মিলে নিরূপণ করবেন দোষী কি না।
সভার শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ব্যাটারি রিকশা নিয়ে আমরা তো উচ্চ আদালতের একটা নির্দেশনাই বাস্তবায়ন করতে যাচ্ছি। হয়তো উচ্চ আদালতে আজকেই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্ত আসবে আমরা তা দ্রুততম সময়ে বাস্তবায়ন করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যাটারি রিকশার বিষয়টা উচ্চ আদালতের একটা রায়, এটার বিষয়ে আমি এই মুহূর্তে যদি কোনো উত্তর দেই এটা হয়তো কনটেমপ্ট টু দ্য কোর্টও (আদালত অবমাননা) হয়ে যেতে পারে।
এজন্য এ ব্যাপারে এখন আমি কিছুই বলতে পারব না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যেই আমরা কাজ করব। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশন আসবে। ওই নির্দেশনা আলোকে আমাদের এই সমস্যাটার দ্রুত সমাধান হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘তাদের প্রতি সব সময় তো আহ্বান যে তারা যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেন। আমরা বলছি তাদের যদি কোনো দাবি থাকে সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত আছে আপনারা ওখানে গিয়ে বিক্ষোভ করেন। ওখানে গিয়ে করলে ট্রাফিক জ্যামটা কমবে আপনারা অন্যদের সমস্যায় না ফেলে বিক্ষোভের ব্যবস্থা করেন। বাংলাদেশে সবাই তো আমরা ভাই-বোন তাদের দাবি আমরা মানব আমাদের দাবি তারা মানবে এটাই তো স্বাভাবিক বিষয়।জনসাধারণকে ভোগান্তিতে ফেলবেন না।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ