সর্বশেষ:-
মিরপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় ছোয়াদ হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলা সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ছোয়াদ উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেনা সদস্য সাইফুল ইসলামের ছেলে।
সে স্থানীয় মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র।
ওসি মমিনুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক শিক্ষার্থী ছোয়াদকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোয়াদকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকের পেছনে ধাওয়া দেয়া হয় কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি। ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ