নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার

- আপডেট সময়- ১২:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১০ নভেম্বর) সকালের দিকে শহরের নিতাইগঞ্জ এলাকাস্থ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পোশাক শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
প্রসঙ্গ উল্লেখ্য যে, এর আগে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী আদুরী খাতুন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গুরুতর আহত হয়ে মারা যান ওই পোশাক শ্রমিক বদিউজ্জামান।
জানা গেছে, এ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বড় বোনের স্বামী।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ