সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কুলাউড়া, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, বাংলাদেশ, মৌলভীবাজার, সিলেট
কুলাউড়ায় সরকারি খাস টিলা কাঁটার অপরাধে অর্ধলাখ টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাস টিলা কাটায় মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২০শে অক্টোবর) বিকালে উপজেলার লংলা দড়িদাশপুর এলাকায় টিলা কাটার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটরও জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানা পুলিশ সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন বলেন, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাঁটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পাওয়া যায়। এ সময় টিলা কাঁটার দায়ে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আরোপ করা হয় পাশাপাশি মাটি কাঁটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর জব্দ করা হয়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ