দুর্গাপূজায় কোন বিশৃঙ্খলা বা অপতৎপরতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইজিপি
- আপডেট সময়- ০৫:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাইবার জগতে যাতে কেউ কোনো ধরনের গুজব ছড়াতে না পারে, সে জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন সহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এই তথ্য জানান।
আইজিপি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রত্যেকেই তাদের নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে যদি কেউ বিশৃঙ্খলা বা অপতৎপরতার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার জগতে গুজব ছড়ানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, দুর্গাপূজা নিয়ে যখনই কোনো ঘটনার খবর পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইজিপি সকলকে জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স এবং জেলা পুলিশের কন্ট্রোল রুমে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।
এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা চাঁদাবাজি বা টেন্ডারবাজির সাথে জড়িত, তাদের বেরিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল, সেটি আবার শুরু হয়েছে বলে জানান আইজিপি। একইভাবে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তও পুনরায় শুরু হয়েছে।
আইজিপি বলেন, আমরা ছাত্র-জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা উদযাপন একটি নতুন পরিবেশে করতে সক্ষম হয়েছি।”
এ সময় তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার সঙ্গে ছিলেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং হিন্দু নেতারা। পরে আইজিপি বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ