সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, গাজীপুর, জেলা প্রশাসক কার্যালয়, টঙ্গী, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ,মহাসড়কে তীব্র যানজট
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৪৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
এস কে সানি (টঙ্গী গাজীপুর)।।
বকেয়া বেতনের দাবিতে শ্রমিক ও অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ হচ্ছে গাজীপুরে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে দুই পক্ষের বিক্ষোভ-অবরোধ চলমান।
পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টি অ্যান্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
এ সময় উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ সৃষ্টি করে।
এ কারণে সকালে ৮টা থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।
এ কারণে আমরা বিক্ষোভ করছি। এ ধারাবাহিকতায় আমরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি।
এদিকে কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন ও নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ