সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে এবার নারায়ণগঞ্জে অপহরণ মামলা

- আপডেট সময়- ০৫:০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
সাবেক আলোচিত-সমালোচিত ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে এবার নারায়ণগঞ্জে অপহরণ মামলা করেছে এক ভুক্তভোগী।
জানা গেছে, ওই ব্যাক্তির নাম শাহীন আল মামুন। ডিবি প্রধান হারুন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব থাকাকালীন সময়ে এক ব্যক্তিকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ওই মামলায় আরও ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে মামলার আসামী করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ অপহরণ মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
তিনি বলেন,এই অপহরণ মামলাটির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ আদালত থেকে আদেশ এসেছে।
এরও আগে ২৫শে সেপ্টেম্বর ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে এ মামলাটি বিষয়ে আবেদন করেন আদালতে। পরবর্তীতে শনিবার মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় রুজু করা হয়েছে।
এই মামলার বাদী শাহীন আল মামুন সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
মামলার বাকি আসামিরা হলেন- সাবেক যুগ্ম কমিশনার, ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকার কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), দক্ষিণ কেরানীগঞ্জের নুর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মহসীন ভূঁইয়া (৫৩) ও নোয়াখালীর মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫) সহ অজ্ঞাত আরও সাত জন।
ওসি আরও জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ