চট্টগ্রামের পাঁচলাইশে গৃহবধূর আত্মহত্যা
- আপডেট সময়- ০৬:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামে নগরীর পাঁচলাইশে পঁচিশ বছর বয়সী এক গৃহবধূর আত্মহত্যা ঘটনা ঘটেছে। যৌতুকের দাবিতে নির্যাতনে এ গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম ফারহানা ইয়াছমিন রূপা (২৫)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।ওসি বলেন, ‘এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’নিহত গৃহবধূর ভাই শাহ মোজাম্মেল হক টুটুল বলেন, ‘এ ঘটনায় আমার বোনের স্বামীকে প্রধান অভিযুক্ত করে পাঁচলাইশ থানায় ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’জানা যায়, নিহতের স্বামী মোহাম্মদ মারুফ একজন আইনজীবী। ২০২০ সালে পারিবারিক ভাবে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা যায়।আত্মহত্যার আগের দিন নিহত গৃহবধূ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেন, ‘আমি যদি সুইসাইড করি বা আমার কোন কিছু হয় এর জন্য দায়ি আমার শাশুরি। উনি আমাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করতেছে এটা করার জন্য।’সিএমপি উত্তর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান জানান, ‘এ ঘটনায় থানার ওসিকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ