ময়মনসিংহে ডিবির অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-০১
- আপডেট সময়- ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
লিমা আক্তার, ময়মনসিংহ।।
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৪০টি ভারতীয় মদের বোতলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে এসসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন টোল প্লাজার ৫০ গজ পূর্বে ফুটপাত ও বাউন্ডারী সংলগ্ন সরকারী রাস্তার পাশে ৪০ টি ভারতীয় মদের বোতল সহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন হোসেন (২৭), পিতা-মোঃ ইলিয়াছ উদ্দিন, মাতা-মোছাঃ রাশেদা খাতুন, সাং-চকনা পাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ সুপার আজিজুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত ৪০ টি ভারতীয় মদের বোতল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ