সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বড়লেখা, বাংলাদেশ, মৌলভীবাজার, সিলেট
বড়লেখা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের সদ্য পদায়িত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই। বৈষম্য বিরোধী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন সরকার গঠন পরবর্তী দেশের আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবচেয়ে বেশি ভুমিকা রেখেছেন এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দগন।
তিনি বুধবার দুপুরে বড়লেখায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর, বর্ণি ও সুজানগর ইউনিয়নের পিছিয়ে পরা জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় এগিয়ে নিতে এ ব্যাপারে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বান জানান।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোআরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল প্রমুখ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ