বাস টার্মিনাল নিয়ন্ত্রণ নিতেই দুগ্রুপে সংঘর্ষে আহত ১০
- আপডেট সময়- ০৭:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
না’গঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রনক্ষেত্র..!
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তার ও পরিবহন সেক্টরে দখলসহ নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় অন্তত ১০/১৬ জন আহত হয়েছেন।এসময় ভাঙচুর করা হয়েছে সিটি বন্ধন পরিবহন কোম্পানির কার্যালয়।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নগরীর কেন্দ্রীয় ৫নং ঘাট বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় এ ভয়াবহ সংঘর্ষ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এসময় ঘটনায় জড়িত ৭ জনকে আটক করে যৌথবাহিনী।
প্রত্যক্ষদর্শীর তথ্য মতে জানা গেছে, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব উল্লাহ তপন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কারাবন্দি জাকির খান বাহিনীর মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের অন্তত ১০/১৫ জন আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এদিকে এ ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারি সিটি বন্ধন পরিবহন কোম্পানির বাস মালিকরা জানান, ২০০৯ সাল থেকে তারা বৈধভাবে পরিবহন ব্যবসা পরিচালনা করে আসছেন।
বাস মালিকদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের লোক জড়িত থাকলে তাদের মধ্যে কেনো ধরনের বিরোধপূর্ন সম্পর্ক নাই।
মালিক পক্ষের অভিযোগ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব উল্লাহ তপন ও তার বাহিনীর লোকজন পরিবহন সেক্টর দখল নিতে মরিয়া হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টার দিকে তপন বাহিনীর শতাধিক লোকজন লাঠিসোঁটা,আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ৫নং ঘাটের সিটি বন্ধন পরিবহনের কার্যালয় দখল করতে আসলে বাস মালিকরা বাধা দেয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পরে দফায় দফায় সংঘর্ষ ও কার্যালয়টি ভাঙচুর করেন তারা।
খবর ছড়িয়ে পরলে সিটি বন্ধন পরিবহনের পক্ষ হয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কারাবন্দি জাকির খান বাহিনীর সশস্ত্র লোকজন ঘটনাস্থলে এলে দুপক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পালটা ধাওয়া সহ তুমুল সংঘর্ষ বাধে।পরে পুলিশকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এসময় ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ৭জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, তপন বাহিনীর সদস্যরা আমাদের অফিস দখলের চেষ্টা চালালে আমরা বাস মালিক-শ্রমিকরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করি। এ সময় তপনের পালিত সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাদের অফিস ভাঙচুর করে মালিক-শ্রমিকদের ওপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করে।কারন আমরা কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করি না, করবো না। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করছি।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা যৌথ বাহিনীর সাড়াশি অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভবপর হয়েছে। ৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এর পরবর্তীতে কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করে দেন।
এ ঘটনার বিষয়ে তপনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।