চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময়- ০৭:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে ফারজানা ইসলাম মীম নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (০৩ নম্বর ওয়ার্ড) পশ্চিম সৈন্যের বাড়ি মালেক সওদাগর বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত শিশুর অভিভাবক মোহাম্মদ ইসমাইল হোসেন।এলাকাবাসীর পক্ষে সমাজকর্মী মোহাম্মদ শাহজাহান ও স্থানীয় লোকজন জানান, বিকেলে বড় বোন ফারজানা ইসলাম মীম ও ছোট বোন রুমাইন ইসলাম (৮) সহ আরেক শিশু মিলে বাড়ির পাশে খেলা করছিলেন। পরে পাশের পুকুরে নেমে গোসল করতে গিয়ে অসাবধানবশত পুকুরে দুই বোনেই ডুবে যায়।বিষয়টি দেখে অন্য শিশু চিৎকার করলে, তাঁর চিৎকারের শব্দ শোনে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে দুই বোনকে উদ্ধার করে প্রথমে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা দেখে তাঁদের দুই বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা দুই বোনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারজানা ইসলাম মীমকে মৃত ঘোষণা করেন। আর ছোট বোন রুমাইন ইসলামকে চমেকের ৯ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বেডে ভর্তি দিলেও অবস্থা অবনতি হওয়ায় আইসিইউ বিভাগে প্রেরণ করেন। চমেক হাসপাতালে অভিভাবকের সাথে থাকা মো. মানিক নামে অপর যুবক এ তথ্য নিশ্চিত করেন।এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামামদ মনির হোসেন বলেন, পানিতে পড়ে এক শিশু মারা গেছে বলে শুনেছি। বাকিটা খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ