বিএনপির আশ্রয়ে বহাল তবিয়তে এনায়েতনগরের জনবিচ্ছিন্ন মেম্বার এমপির সহচর শাহজাহান
- আপডেট সময়- ১২:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আশ্রয়ে বহাল তবিয়তে এনায়েতনগরের জনবিচ্ছিন্ন মেম্বার সাবেক প্রভাবশালী পলাতক এমপি শামীম ওসমানের একান্ত সহচর শৈরাচার মেম্বার শাহজাহান মাদবর।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারা দেশে হামলা- মামলা এমনকি হত্যার ঘটনা বেড়েছে অনেকাংশে। নারায়ণগঞ্জ জেলাও এই পরিস্থিতির বাইরে নয়, যেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
সেইসাথে, সাবেক মন্ত্রী, হুইপ, মেয়র, এমপি এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কাউন্সিলররা মামলার থেকে রেহাই পাননি।
এই পরিস্থিতিতে, নারায়ণগঞ্জের ফতুল্লার থানার অন্তর্ভুক্ত এনায়েতনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মাদবরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দাপটে ঘটানো নানা অভিযোগ থাকলেও তিনি আছেন বহাল তবিয়তে।
জানা গেছে, স্থানীয় বিএনপি,যুবদল আর জাসাস নেতাদের ম্যানেজ করে নিজেকে রেখেছেন ধরা ছোয়ার বাহিরে রয়েছে অধরা। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, শাহজাহান মাদবর এতো কিছুর পরে রহস্যজনক কারনে এখনো তার নিজ বাসায় অবস্থান করছেন কোন ধরনেরই বাধা বিপত্তি ছাড়াই । কিন্তু এলাকার কোন কাজে তাকে আর পাচ্ছেন না সাধারণ জনগন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই আওয়ামী মেম্বার শাহজাহান মাদবর নারায়ণগঞ্জের শীর্ষ আওয়ামী সন্ত্রাসী হিসেবে পরিচিত টাওয়ার সেলিমের ভাই এবং সহযোগী হিসেবে কাজ করতেন। টাওয়ার সেলিমের মৃত্যুর ঘটনা জোট সরকারের আমলে ঘটে, যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সেই সূত্রে শামীম ওসমানের ঘনিষ্ট হওয়ায় টাওয়ার সেলিমের পরিবারের প্রতি স্থানীয় আওয়ামী লীগের সহানুভূতি ছিল, যাকে পুঁজি করে শাহজাহান মাতবর বাগিয়ে নেন কোটি কোটি টাকা এবং ক্ষমতা দাপটে মেম্বারের পদ বাগিয়ে নেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে টপকে।
ব্যাপক অনিয়মের স্থানীয় নির্বাচনে বিতর্কিতভাবে নির্বাচিত হয়েও মেম্বার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শাহজাহান মাদবর এলাকার মানুষের জন্য কোনো উল্লেখযোগ্য সেবা প্রদান করেননি।
বিশেষ করে, মাসদাইর গুদারাঘাটের রাস্তা তিন বছর ধরে মেরামত না হওয়ায় এলাকার জনসাধারণের ভোগান্তি বেড়েছে বহুলাংশে। স্থানীয় ইউপি সদস্য হয়েও এলাকাবাসী অভিযোগ করেছেন যে তিনি রাস্তার উন্নয়ন কাজে কোনো অগ্রগতি করেননি, যা এলাকায় বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। তার ক্ষমতা দাপটে নাম ভাঙ্গিয়ে এখনো বিসিক, মাসদাইর, গুদারাঘাট এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এলাকার বাসীদের মতে, এতসব বিতর্কিত কর্মকান্ডের পরও সাবেক পলাতক এমপি শামীম ওসমান পরিবারের ঘনিষ্ট হওয়ায় কোন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি শাহজাহান মেম্বারকে। তার কার্যালয়ে গিয়েও পাওয়া যাচ্ছেনা তাকে। ব্যাহত হচ্ছে সাধারন নাগরিক সেবা। এলাকার ড্রেন ও বর্জ্য ব্যবস্থাপনাও মুখ থুবড়ে পড়েছে মেম্বারের অনুপস্থিতে।এমতাবস্থায় এই দুঃশাসন মেম্বারের অনতিবিলম্বে বিচারের আওতায় আনা এখন এলাকারবাসীর সময়ের দাবি।
আরও বিস্তারিত আসছে….