সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আইন-আদালত, ইসলাম ও জীবন, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, সোনারগাঁ
সোনারগাঁয়ে মাদক বিরোধী মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
হারুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি(সোনারগাঁ)
সোনারগাঁয়ে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করছে সুশীল সমাজের লোকজন।
মঙ্গলবার (১৬ জুলাই) সোনারগায়ের সাদিপুর ইউনিয়নের গ্রামবাসী ও সচেতন মহলের উদ্যোগে এ স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশাসন ও জন প্রতিনিধিরা যেখানে মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে চায়, সেখানে এই বশিরার মাদকের ছোবলে পরে সাদিপুর ইউনিয়নের সিংরাব,বরাব, দেওভোগ,বেইলর,বড়িবাড়ি, কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রাম এলাকার যুব সমাজ আজ ধ্বংসের মুখে।
এলাকায় বেড়েছে ছিঁচকে চুরির ঘটনা। টিউবওয়েল, পানির পাম্প,এক ঘর থেকে অন্য ঘরে নেয়া বিদ্যুতের সার্ভিস তার রাতের আঁধারে উধাও হয়ে যায়!
বিভিন্ন দোকানে চুরির ঘটনাও ঘটেছে ইদানিং।
মাদকে বাধা দেয়ায় মাঝে মাঝেই ঝগড়া,শালিশ, বৈঠক হয়ে থাকে স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে। মাদকের কারনে বিভিন্ন পরিবারের প্রধানরা আজ অতিষ্ঠ!
ভুক্তভোগী এলাকাবাসী আজ বিভিন্ন মিডিয়া সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন। এতেও কাজ না হলে নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ব্যক্ত করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
কে এই সিরাজুল ইসলাম বশিরা:-
————————–
তার জন্ম স্থান তারাব পৌরসভার নোয়াপাড়া শরিফ মেলামাইন এলাকায় ছিল।জানা যায় সেখানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় প্রায় ২০ এর কাছাকাছি মামলা ছিল । ঐ সময় এলাকাবাসী তার মাদক কারবারিতে অতিষ্ঠ হয়ে একদিনের ভিতরে বাড়িঘর ভেঙে দিয়ে উচ্ছেদ করে দেয়। সেই থেকে সাদিপুর ইউনিয়নের সিংরাব এসে তার শশুর বাড়ী এলাকায় আস্তানা গেড়ে মাদক কারবারির রাজ্য বিস্তার করেছে।
তার বিরুদ্ধে সোনার গাঁ থানায় ও রয়েছে বিভিন্ন অভিযোগ। মাঝে মাঝেই বিভিন্ন প্রশাসন তাকে গ্রেফতার করলেও পরক্ষণেই অদৃশ্য ক্ষমতার বলে ছাড়া পেয়ে আবার পুরোদমে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এতকিছুর পরেও যখন কিছুতে কিছু হচ্ছে না! তখন এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিকে সাথে নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে বিভিন্ন মিডিয়া ও প্রশাসনের মাধ্যমে তা নির্মূলের আশায় মানব বন্ধন, স্বারকলিপি প্রদান করার মতো কর্মসূচি পালন করে যাচ্ছেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ