টানা দ্বিতীয়বার কাঞ্চন পৌরপিতা নির্বাচিত হলেন বাদশা
- আপডেট সময়- ০৭:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন দেওয়ান আবুল বাশার বাদশা। মোবাইল ফোন প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো পৌরপিতা নির্বাচিত হলেন।
নির্বাচনে বাদশার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রফিকুল ইসলাম ‘জগ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।
বুধবার (২৬ জুন)সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। সন্ধ্যায় ভোট গননা শেষে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বমোট ১৯টি কেন্দ্রে ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা-গোলযোগের শঙ্কা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারনে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকল থেকেই কেন্দ্রেগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মোট ভোটারের ৭২.৩৩ শতাংশ ভোটার অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে নির্দিধায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৯৮ জন।
ভোট কেন্দ্র পরিদর্শন করে জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, কোনোপ্রকার সন্ত্রাস, জবরদস্তিতা কিংবা গোলা পানিতে মাছ শিকার কোনো ভাবেই বরদাস্ত করা হবে না,যারা চিন্তা করছেন তারা বাড়ি থেকে বের হবেন না, বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।অপরদিকে নির্বাচনের দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দও আবাদ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ