মুন্সীগঞ্জে অনলাইন জুয়ায় আসক্ত যুবসমাজ,অপরাধ প্রবণতা বৃদ্ধির শঙ্কা
- আপডেট সময়- ১২:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার সর্বত্র এখন ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া ‘বেট ৩৬৫’। অনলাইন ক্যাসিনো বা জুয়া একটি আতঙ্কের নাম। মোবাইল ফ্রেজিলোড ও বিকাশের ব্যবসার অন্তরালে অধিকাংশ দোকানি এমনকি চা দোকান ও টেইলার্সের দোকানদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে থাকে।জেলার প্রতিটি উপজেলায় বহু অনলাইন জুয়ার এজেন্ট রয়েছে।
অ্যাপস থেকে খোলা একাউন্টে নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে ঢুকানো হচ্ছে টাকা।মাদকের মতো এই নেশাতে ও জড়িয়ে পড়ছে যুব সমাজ।অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে।অনেকে ঋণের টাকা পরিশোধ করতে জড়িয়ে পড়ছে নানা ধরণের
অপরাধমূলক কর্মকান্ডে।জানাগেছে,অনলাইন জুয়ায় টাকা হেরে ঋণ পরিশোধ করতে অটো মিশুক চালককে গলা কেটে হত্যার ঘটনা স্বীকার করেছেন অভিযুক্ত আসামীরা।ঘটনাটি ঘটেছে
মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ০৭নং ওয়ার্ড চন্দনতলা সাকিনস্থ হাজী আসাদ আলীর অনাবাদি ডোবা জমির পাশে চন্দনতলা হইতে এনায়েতনগর গামী পাঁকা রাস্তার উপর অটো চালক মোশারফ মৃধা (৫০),পিতা-মৃত ইউছুব মৃধা,সাং-আঙ্গুলকাটা, ইউনিয়ন-গুলিসাখালী,থানা-আমতলী,জেলা- বরগুনা এ/পি সাং-মালিরপাথর(কালাই মাদবর এর বাড়ীর ভাড়াটিয়া),ইউনিয়ন-পঞ্চসার,থানা ও জেলা-মুন্সীগঞ্জ এর গলা কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।মুন্সীগঞ্জ থানাধীন মিরকাদিম পৌরসভার সুধারচর এলাকা হইতে ধৃত আসামী
জুনায়েদ হোসেন আরাবি (২১) কে আটক করেন। পরবর্তীতে ১ নং আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে রায়হান ইসলাম ওরফে সবুজ(২৮) কে ধৃত আটক করা হয়।উক্ত আসামীদের দেওয়া তথ্যমতে ডিসিস্ট এর নিকট হতে ছিনতাই হওয়া মিশুক গাড়ীটি
উদ্ধার করা হয়।আটককৃত আসামীরা জানায় যে, আসামী রায়হান ইসলাম সবুজ(২৮)অনলাইনে জুয়াখেলে অনেক টাকা ঋণী হয়ে যায়।এই টাকা যোগার করতে তাহার সহযোগী আসামী জুনায়েদ হোসেন আরাবি(২১)এর সাথে ছিনতাইয়ের
পরিকল্পনা করে যে,একটি মিশুক গাড়ী ছিনতাই করিবে। গত ০৯/০৬/২০১৪ ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় মামলার ভিকটিম মোশারফ মৃধা (৫০) কে মুক্তারপাড় পেট্রোল পাম্প স্থান হইতে এনায়েত নগরে যাওয়ার কথা বলিয়া ভাড়া
করিয়া নিয়া যায়।মুন্সীগঞ্জ থানাধীন মিরকাদিম পৌরসভার ০৭নং ওয়ার্ড চন্দনতলা সাকিনস্থ হাজী আসাদ আলীর অনাবাদি ডোবা জমির পাশে চন্দনতলা হইতে এনায়েতনগরগামী পাকা রাস্তার
উপর নির্জন স্থানে নিয়া আসামী জুনায়েদ হোসেন আরাবি (২১) এর নিকট থাকা গামছা দিয়া অটো চালক মোশারফ মৃধা(৫০) কে গলায় পেচ দিয়া মিশুক থেকে ফেলে দেয় এবং আসামী রায়হান ইসলাম ওরফে সবুজ(২৮)ডিসিস্ট এর বুকের উপরে পাড়া দিয়ে ডান হাত চেপে ধরে রাখে এবং আসামী জুনায়েদ হোসেন আরাবি (২১) এর পকেটে থাকা ব্লেড দিয়ে অটো চালক মোশারফ এর গলায় পোছ দেয়।পরবর্তীতে অটো চালক মোশারফ মৃধার মৃত্যু নিশ্চত করে ঘটনাস্থালের পাশে ডোবার মধ্যে মৃত দেহ ফেলে ভিকটিমের মিশুক গাড়ীটি নিয়া পালিয়ে যায়।স্থানীয় সচেতন নাগরিকরা জানান, এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম এ জুয়ায় আকৃষ্ট হচ্ছে।লোভে পড়ে হাজার হাজার টাকার বিনিয়োগের এক পর্যায়ে হারাচ্ছে লাখ লাখ টাকা।
অনুসন্ধানে দেখা গেছে,উঠতি বয়সী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী কিংবা চাকরিজীবী সকলে আসক্ত এই ভয়ংকর নেশা অনলাইন জুয়ায়।অনলাইন জুয়ার অন্যতম মাধ্যম
বেট খ্রীসিটিফাইভ ও ওয়ান এ বেট নামক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম।বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে বেড়েছে অনলাইন জুয়ার কার্যক্রম।আইপিএল, বিশ্বকাপ ক্রিকেট সহ ক্যাসিনো সহ সব জুয়া খেলা যায় এই অ্যাপসগুলোতে বিশ্বকাপ ফুটবল থেকে
শুরু করে ক্রিকেট সব কিছুতে রয়েছে অনলাইন বাজি।ফুটবলে কে গোল করবে,কোনো দল জয় লাভ করবে এসব নিয়ে অনলাইন জুয়াতে বাজি ধরা হয়।অনেকে এই জুয়ার ফাদে নিঃস্ব হয়েছে।। এতে করে তারা নানাবিধ অপরাধ কর্মকান্ডের দিকে
ঝুঁকছে যুব সমাজ।প্রশাসনের উচিত অতি দ্রুত অনলাইন জুয়া বন্ধে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ