সর্বশেষ:-
নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৫) নামে এক বিধবা নারী নিহত হয়েছেন। সে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী। শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সাজেদা বেগম তাদের গোসলখানার ওপরে দেওয়া ছাউনির টিন সড়াতে গিয়ে বৈদ্যুতিক ছিঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গুনরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিদ্যুৎস্পৃষ্টে একজন নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ