সর্বশেষ:-
চট্টগ্রামের চাক্তাই খালে ডুবে দুই শিশু নিখোঁজ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের চাক্তাই খালে ডুবে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে দুই শিশু নিখোঁজের খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার ইউনিটের ডুবুরি দল ওই দুই শিশুকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়,
জানা গেছে,চাক্তাইয়ের স্লুইসগেট এলাকায় খেলতে গিয়ে লেকের পানিতে ডুবে নিখোঁজ হয় ওই দুই শিশু। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশু দুজনকে এখনো উদ্ধার করা যায়নি। এঘটনায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুই শিশু ককসিট নিয়ে পানিতে খেলা করছিলো। একপর্যায়ে তারা হঠাৎ পানিতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনও নিখোঁজ দুই শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’ প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর পাশে খেলা করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়।তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি দ্রুততম সময়ে পেয়ে যাব।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ