সর্বশেষ:-  
                            
                            শ্রীমঙ্গলে কৃষকের বাড়ি থেকে বিশালাকৃতির অজগর উদ্ধার
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময়- ০৭:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
 
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (৯ই জুন) বেলা ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়ীর গোয়াল ঘরের উপরের এক কোনে অজগরটিকে দেখতে পাওয়া যায়।পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল।
স্বপন দেব সজল জানান, দুপুর ২টার দিকে ছাদই মিয়ার বাড়ীতে হাসান মিয়ার গরু ঘরের ভিতরে ঘরের তীরের মধ্যে বিশাল অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ঘরের সদস্যরা। পরে খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।
বিশালাকৃতির অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি বলে জানিয়েছেন স্বপন দেব সজল।
উদ্ধারের পর অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
							
                            নিউজটি শেয়ার করুন..
 ট্যাগস:- 
                                                          
- 
                                    সর্বশেষ সংবাদ
 - 
                                    জনপ্রিয় সংবাদ
 
																			



































































































