সর্বশেষ:-  
                            
                            নকলায় ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময়- ১২:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
 
লিমন আহম্মেদ,শেরপুর.প্রতিনিধি।।
শেরপুরের নকলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে
জনসচেতনতামূলক সভা ও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ জুন) সকালে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে উপজেলা
ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহব্যাপী এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা-এঁর
সভাপতিত্বে ও উরফা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক ও গনপদ্দী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা নূরল হক প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ভূমিসেবা বিষয়ে বর্তমান সরকারের উন্নয়মূলক কর্মকান্ড তুলে ধরেন।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সিনিয়র সাংবাদিক শফিউল আলম লাভলু, প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য সুজন মিয়া, তরুণ সাংবাদিক গোলাম আহম্মেদ লিমন সহ উপজেলা বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত  উপস্থিত ছিলেন।
জনসচেতনতামূলক সভা শেষে ভূমিসেবা সংক্রান্ত ও ভূমি সংশ্লিষ্ট বিষয়াবলীর উপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতার পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলেদেন।
							
                            নিউজটি শেয়ার করুন..
 ট্যাগস:- 
                                                          
- 
                                    সর্বশেষ সংবাদ
 - 
                                    জনপ্রিয় সংবাদ
 
																			



































































































